গাজা উপত্যকায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় অন্তত ৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের দক্ষিণে খান ইউনিসের একটি বাড়িতে বিমান হামলায় সাত শিশুসহ নয়জন নিহত হয়েছেন।
এছাড়া দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েলি বিমান হামলায় ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা ওয়াফা নিউজকে জানিয়েছেন, নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে ইসরায়েলি বিমান হামলায় ১ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ডজনখানেক। এর বাইরে খান ইউনিসের পশ্চিমের একটি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও এক শিশু নিহত হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থানীয় সময় গতকাল বিকেল থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বোমা হামলায় অন্তত ১২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলা ও অভিযানে গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৭৮ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও ১২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।