অবরুদ্ধ গাজায় হামলার ব্যাপকতা বাড়াচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলের নির্বিচার হামলায় গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত গাজায় ৯ হাজার ৬১ জন নিহত হয়েছে। এদের মধ্যে তিন হাজার ৭৬০ শিশু রয়েছে। ইসরায়েলি হামলায় আহত হয়েছে গাজার ৩২ হাজারেরও বেশি বাসিন্দা।
বুধবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিন গড়ে ৩৭০ জন নিহত হচ্ছে। প্রতি ঘণ্টায় ১৫ জন নিহত হচ্ছে, যাদের মধ্যে ছয় শিশু রয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় প্রতি ঘণ্টায় আহত হচ্ছে ৩৫ জন, ৪২টি বোমা ফেলছে ইসরায়েল এবং ১২টি ভবন ধ্বংস করা হচ্ছে।