গত ৪৮ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় ৩৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় দুই দিনে ৭৩৪ জন আহত হয়েছে।
ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট ২০ হাজার ৫৭ ফিলিস্তিনি নিহত এবং ৫৩ হাজার ৩২০ জন আহত হয়েছে।
আল-জাজিরা অনলাইন জানিয়েছে, ইসরায়েল গাজারখান ইউনিস, রাফাহ ও নুসিরাতসহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে। এতে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা এবং বেসামরিক স্বেচ্ছাসেবীরা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ইসরায়েলি হামলার পরে মৃতদেহ উদ্ধার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য বৃহস্পতিবার রাত থেকে কাজ করছেন।
ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষার ফেসবুক পেজে একটি পোস্ট অনুসারে, ইসরায়েল রাফাহ ও ইয়াবনা শরণার্থী শিবিরের উত্তর-পশ্চিমে আবাসিক ভবনগুলোতে বোমাবর্ষণ করেছে।
যুদ্ধকালীন ম্যাপিং বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর গাজার দুই-তৃতীয়াংশ এবং দক্ষিণ গাজার এক-চতুর্থাংশ এলাকা ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে।