রেজাউল ইসলাম: গত মংগলবার স্কারবরোতে ১৭ বছরের একটি মেয়ে গাড়ীর দ্বারা আঘাতপ্রাপ্ত হলে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরন করে। এক্সিডেন্টটি সংগঠিত হয় বার্চমাউন্ট এবং ডেনফোর্থ এভিনিউতে। বেলা ১১:৪৫ এর দিকে একজন পথচারী মারাত্নকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে ইন্টারসেকশনে ইমার্জেন্সি সাহায্যের জন্য রিপোর্ট করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছলে সেখানে একটি ছাই রংয়ের ডজ কারাভান মিনিভ্যান এবং একটি মেয়েকে খুজে পায়। প্যারামেডিক বলে, তারা দ্রুত একটি কিশোরীকে জীবন-হুমকি অবস্থায় জরুরীভিত্তিতে ট্রমা সেন্টারে নিয়ে যান যেখানে কিশোরীটির মৃত্যু ঘটে। পুলিশ জানায়, কিশোরীটি বার্চমাউন্ট পার্ক কলেজিয়েট ইন্সটিটিউটের ছাত্রী। এই হাইস্কুলের পাশের সড়কেই এই দুর্ঘটনাটি ঘটে। টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড ছাত্রীটি গ্রেড ১২ এর ছিল বলে জানায়। পুলিশ জানায় গাড়ীর চালক ঘটনা স্থলেই ছিল। ট্রাফিক সার্ভিসের মুখপাত্র সার্জেন্ট অরেং মোমেনি বলেন, চালকের বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে। তিনি বলেন ট্রাফিক সার্ভিসের সদস্যরা তাদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। পুলিশ আরো জানায়, কিশোরীটি যখন আঘাতপ্রাপ্ত হয় তখন সে ক্রসরোড দিয়ে রাস্তা পার হচ্ছিল।
পুলিশ সার্জেন্ট উলিয়ামস বলেন, আমার ধারনা মিনি ভ্যানের ড্রাইভার বার্চমাউন্ট রোডের সাউথবাউন্ডে ছিল এবং ডেনফোর্থ এভিনিউয়ের পূর্ব দিক দিয়ে বা দিকে মোড় নেওয়ার সময় বার্চমাউন্টের পূর্ব দিকে কিশোরীটিকে আঘাত করে। কিশোরীটি দক্ষিন থেকে উত্তর দিকে যাচ্ছিল। আমরা জেনেছি যে, অনেকেই সেখানে থেমে গিয়ে কিশোরীটিকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিল এবং একই সাথে যানবাহন থামিয়ে মেয়েটিকে অন্যান্য যানবাহন থেকে রক্ষার চেষ্টা করছিল। তিনি আরো যোগ করেন “ওই মানুষগুলির মধ্যে যে কেউ আমাদের সাথে যোগ করে কথা বললে আমরা কৃতজ্ঞ থাকবো”। “এটা সত্যিই প্রশংসার দাবী রাখে যে, অপ্রশিক্ষিত নাগরিকরা এগিয়ে এসে বীরের মত ভূমিকা পালন করেছে।'” উইলিয়ামস বলেন, ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার অবস্থা এখন ভালো। এক্সিডেন্টের সাথে গাড়ির গতি কিংবা মাদক সেবনের কোন যোগসূত্র পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মোমিনুল বলেন, এক্সিডেন্টে নিহত মেয়েটি আমাদের প্রতিবেশি ছিল, মেয়েটি খুবই মিষ্টি, সব সময় হাসিখুশি স্বভাবের এবং সবাইকে সব সময় শ্রদ্ধা করতো।'” আমি খবরটি পাওয়ার পর এক্সিডেন্টের স্থানটিতে গিয়েছিলাম।” আমরা এই ঘটনায় খুবই শোকাহত ।সে আমাদের সামনে বড় হয়েছিল। সে আমাদের প্রতিবেশী ছিল। এটা খুবই মর্মান্তিক এবং হৃদয়বিদারক।আমরা তার জন্য বিচার চাই।” ড্রাইভারদের প্রতি আমার একটি অনুরোধ আছে। তোমাদেরকে বুঝতে হবে, তোমাদের অসতর্ক গাড়ী চালানোর জন্য অন্য কারো প্রান চলে যেতে পারে এবং যে কোন পরিবারের স্বপ্ন ভেংগে চুরমার হয়ে যেতে পারে। সে একটা মায়ের স্বপ্ন ছিল।” পুলিশ সবাইকে জিজ্ঞেস করছে, কেউ যদি এক্সিডেন্টটি দেখে থাকেন অথবা যার সেল ফোন,সিকিউরিটি অথবা ড্যাসবোর্ড ভিডিও ক্যামেরা আছে,যিনি এটির সাথে সম্পর্কযুক্ত, তিনি ৪১৬৮০৮১৯০০ নাম্বারে ফোন করে আমাদেরকে জানাতে পারেন।
সিবিসি নিউজ থেকে অনুবাদকৃত