ভারতের গুজরাটের আহমেদাবাদে করোনাভাইরাসের আক্রান্তদের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মধ্যরাত ৩টায় নভ্রাংপুরা এলাকার শ্রেই হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে বলে খবরে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
অগ্নিকাণ্ডের কিছু সময় পরেই দমকল বাহিনীর ৮টি ইউনিট ও ১০টি অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছায়। আইসিইউ ওয়ার্ডের পাঁচজন পুরুষ ও তিন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। ৫০ শয্যার ওই হাসপাতালে দুর্ঘটনার সময় ৪৫ রোগী ভর্তি ছিলেন। বাকিদের উদ্ধার করে শহরের সরকারি হাসপাতাল সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চে নেওয়া হয় বলে জানান এক কর্মকর্তা।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ‘আহমেদাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি শোকসন্তপ্ত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’