গুঞ্জন উড়ছে, বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র গুরুতর অসুস্থ। তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল থেকেই এ নিয়ে জোর আলোচনা চলছে। প্রিয় তারকার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার ভক্তরা। কিন্তু সত্যি কি অসুস্থ ধর্মেন্দ্র? এ প্রশ্নের উত্তরে ধর্মেন্দ্রর ছেলে অভিনেতা ববি দেওল ‘রাবিশ রিপোর্ট’ বলে মন্তব্য করেছেন।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে ববি দেওল বলেন—‘আমার বাবা শারীরিকভাবে সুস্থ ও ভালো আছেন। বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি।’
উল্লেখ্য, গত মে মাসের শুরুর দিকে ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল নিয়মিত রুটিন চেকআপের জন্য। তারপর নিজের ইনস্টাগ্রাম থেকে বর্ষীয়ান এই অভিনেতা একটি ভিডিও পোস্ট করেছিলেন। তাতে জানিয়েছিলেন, পিঠের মাংসপেশীতে টান লাগায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
দুই ছেলে সানি ও ববি দেওল এবং নাতি করণ দেওলের সঙ্গে ‘আপনে টু’ সিনেমায় ধর্মেন্দ্রকে দেখা যাবে। একইসঙ্গে ‘রকি আউর রানি’ সিনেমায়ও অভিনয় করছেন তিনি। এতে আরো অভিনয় করছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি।