গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে আরো ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬২ জনে।
মঙ্গলবার (০৬ জুলাই) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৯ জন, কাশিয়ানী উপজেলায় ৫ জন, মুকসুদুপুর উপজেলায় ২ জন ও কোটালীপাড়া উপজেলায় একজন রয়েছে।
তিনি জানান, জেলা থেকে মোট ৫ হাজার ৬৭১ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় মোট ১৫ জন মারা গেছেন। বাকীদের মধ্যে ৪৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ৩৭৮ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।