গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে আরো ৪২ জনের শরীরে করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে।এটাই এই জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৫ জনে।
বুধবার (১৫ জুলাই) রাতে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, মুকসুদুপুরে ৭ জন, কাশিয়ানীতে ৬ জন, কোটালীপাড়ায় ৬ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন রয়েছে।
তিনি জানান, এই জেলা থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৪৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে জেলায় ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন।