গোপালগঞ্জে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩৮ জন। নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ জন। এটা এখনো পর্যন্ত একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্ত।
সোমবার (২৯ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, কোটালীপাড়া উপজেলায় ৬ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৬ জন, কাশিয়ানী উপজেলায় ৫ জন ও মুকসুদুপুর উপজেলার ২ জন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি জানান, জেলায় মোট ৬৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৬৬ জন, মুকসুদপুরে ১৪৯ জন, কাশিয়ানীতে ১৩৩ জন, কোটালীপাড়ায় ৯৬ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৯৪ জন রয়েছেন।
জেলায় করোনাভাইরাস সংক্রমণে ১০ জনের মৃত্যু হয়েছে।