গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে আরো ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১ জনে।
শনিবার (১১ জুলাই) রাতে গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, শনাক্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ৯ জন, মুকসুদুপুর উপজেলায় ৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ৩ জন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি জানান, এই জেলায় থেকে মোট ৬১২৮ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ৬১২ জন। জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৩৭৩ জন।