গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে আরো ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এই জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৫৮ জনে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ১১ জন, কাশিয়ানী উপজেলায় ৬ জন, কোটালীপাড়া উপজেলায় ৩ জন, ও টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন।
তিনি জানান, এই জেলায় এখন পর্যন্ত মোট ৬ হাজার ৫০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মারা গেছেন ২৩ জন। একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। এ ছাড়া ডাক্তার নার্সসহ ৮৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।