সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার বিরুদ্ধে লড়াই তীব্রতর হওয়ায় ইউক্রেনের গোলাবারুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। শনিবার মাইকোলাইভ অঞ্চলের গভর্নর ভিটালি কিমসহ সামরিক গোয়েন্দা কমকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
ভিটালি কমি জানান, লড়াই এখন ‘কামানের যদ্ধে’ রূপ নিয়েছে। রাশিয়ার সেনাদের অনেক বেশি শক্তিশালী কামান ও গোলাবারুদ রয়েছে। কিন্তু ইউক্রেনের সেনারেদ গোলাবারুদ শেষ হয়ে আসছে। পাল্টা হামলা চালাতে তিনি ইউক্রেনের বাহিনীকে দ্রুত পশ্চিমা সমর্থকদের দ্রুত দূরপাল্লার অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের আহ্বান জানিয়েছেন।
কিম বলেন, ‘ইউরোপ ও আমেরিকার সাহায্য খুবই গুরুত্বপূর্ণ।’
ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের উপপ্রধান ভাদিম স্কিবিটস্কি শুক্রবার ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে একই ধরনের মন্তব্য করেছেন।