পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৩৪ রান ডিফেন্ড করতে পারল না চেন্নাই সুপার কিংস। আইপিএলে লিগ পর্বের শেষ তিন ম্যাচে টানা হার। তারপরও চেন্নাইয়ের খেলোয়াড়-স্টাফ ও ভক্তরা আনন্দের উপলক্ষ পেল।
দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শেষে গ্যালারিতে উঠে বান্ধবী জয়া ভরদবাজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন চেন্নাইয়ের পেসার দীপক চাহার।
দীপক তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করে পোস্ট দিয়ে লিখেছেন, ‘ছবিই সব বলে দেয়। আপনাদের সবার আশীর্বাদ চাই।’
এই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও চেন্নাই তাদের অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করেছে। ক্যাপশনে লেখা, ‘তিনি হ্যাঁ বলেছেন। অভিনন্দন।’ ওই ভিডিওতে দেখা গেছে, প্রিয়জনদের সামনে এক হাঁটু গেড়ে বসে জয়াকে বিয়ের প্রস্তাব দেন দীপক। তারপর বান্ধবীর অনামিকায় আংটি পরিয়ে দেন।
জানা গেছে, প্লে অফের ম্যাচ শেষে জয়াকে প্রস্তাব দিতে চেয়েছিলেন দীপক। কিন্তু মহেন্দ্র সিং ধোনি সময়টা এগিয়ে আনতে পরামর্শ দেন এবং অধিনায়কের কথা শুনেছেন তিনি।