গ্রিস উপকূলে নৌকা ডুবে অন্তত ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শুক্রবার আজিয়ান সাগরের পারোস দ্বীপের কাছে এমন ঘটনা ঘটেছে।
চলতি সপ্তাহে গ্রিস উপকূলে এই নিয়ে তিনটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।
কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটিতে ৮০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। এটি তুরস্ক থেকে ইতালির দিকে যাচ্ছিল। রাতভর উদ্ধার অভিযান চলেছে। উদ্ধারকাজে হেলিকপ্টার ও নৌযান পাঠানো হয়েছে। উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে ১২ জন পুরুষের, তিন জন নারীর এবং একটি শিশুর।
আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার অনুন্নত দেশগুলো থেকে অভিবাসনপ্রত্যাশীরা সাগরপথে অবৈধভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে। এভাবে সাগরপথে যাত্রার সময় অনেক অভিবাসনপ্রত্যাশী নৌকা ডুবে মারা যাচ্ছেন।