পুনরায় পুলিশের গ্রেপ্তার এড়াতে পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী মঙ্গলবার ঝেড়ে দৌড় দিয়ে হাইকোর্টের ভেতরে ঢুকে পড়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারের পর তার দলের সমর্থকদের সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা আইনে দলের অন্যতম নেতা ফাওয়াদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ইসলামাবাদ হাইকোর্টে তিনি ওই মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। শুনানির পর আদালত তার মুক্তির আদেশ দেন। এর আগে ফাওয়াদ কোনো সহিংস প্রতিবাদে অংশ নেবেন না বা উস্কানি দেবেন না বলে অঙ্গীকারনামা আদালতে দাখিল করেছিলেন। শুনানির পর আদালতের লিখিত আদেশ জারির অপেক্ষা না করেই আদালত কক্ষ থেকে বের হয়ে যান ফাওয়াদ। তবে নিজের গাড়ির কাছে যাওয়ার পর ফাওয়াদের মনে হচ্ছিল, পুলিশ তাকে আবারও গ্রেপ্তারের জন্য এসময় আসছে। এসময় তিনি ঝেড়ে দৌঁড় দেন এবং হাঁপাতে হাঁপাতে আদালত চত্ত্বরে প্রবেশ করেন। এসময় এক জন আইনজীবী ফাওয়াদের সাহায্যে এগিয়ে আসেন।
পরে ফাওয়া চৌধুরী বিচারপতি আওরঙ্গজেবকে জানান, আদালত জামিন দেওয়া সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে।
জবাবে বিচারক ঠান্ডা স্বরে ফাওয়াদকে বলেন, ‘লিখিত আদেশের জন্য আপনার অপেক্ষা করা উচিত ছিল।’