আফ্রিকার দেশ ঘানায় মারবার্গ ভাইরাসে আরও দুজন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
দুই সপ্তাহ আগে ঘানা জানিয়েছিল, ই-বোলা রোগের মতোই অতিসংক্রমাক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ড. সোসে ফল সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আরও অতিরিক্ত দুজন সংক্রমিতকে পেয়েছি।’
মারবার্গ ভাইরাসে সংক্রমণের ফলে তীব্র জ্বরের হতে পারে। সংক্রমণের তীব্রতা বাড়লে শরীরের রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমিয়ে ফেলতে পারে ভাইরাসটি। শরীরে ভাইরাসটির বিস্তারের মেয়াদ দুই থেকে ২১ দিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তীব্র জ্বর, তীব্র মাথাব্যথা এবং গুরুতর অসুস্থতার সাথে লক্ষণগুলি হঠাৎ শুরু হয়। অন্যান্য লক্ষণগুলোর মধ্যে পেশী ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, অলসতা এবং শরীরের অন্যান্য অংশ থেকে রক্তপাত হতে পারে।