আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইউনিস ইউরোপের উত্তরপশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। এ ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) কর্নওয়ালে আছড়ে পড়ার পর রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইউনিস। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত তিন দশকে যুক্তরাজ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় ইউনিস। এর ফলে লন্ডনে বাতিল করা হয়েছে অর্ধশতাধিক ফ্লাইট।
ব্রিটিশ আবহাওয়া সংস্থা জানায়, ঝড়ের সময় আইল অব ওয়াইটে ১৯৬ কিলোমিটার (১২২ মাইল) বেগে বাতাস বইছে। যা ইংল্যান্ডে সবচেয়ে শক্তিশালী দমকা হাওয়ার রেকর্ড। ঝড়টি ধীরে ধীরে স্ক্যান্ডিনেভিয়া ও ইউরোপের উত্তরাঞ্চলীয় মূল ভূখণ্ডের দিকে এগোচ্ছে।