করেনাভাইরাসে চট্টগ্রাম মহানগরী ও জেলায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১২৩ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে।
বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরী ও জেলায় চট্টগ্রামের সরকারি ৪টি ও বেসরকারি ২টি ল্যাব এবং কক্সবাজারের একটি ল্যাব মিলিয়ে মোট ১৩৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় আরও নতুন করে ২৭১ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। নতুন শনাক্ত রোগীদের মধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকায় ১৮৭ জন এবং বিভিন্ন উপজেলার ৮৪ জন আক্রান্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছে ৬ জন।
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ১ হাজার ৮০০ জন এবং হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন প্রায় ৩ হাজারজন।