ল্যান্ডিং গিয়ারের সমস্যা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে।
বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে নয়টায় ঢাকা থেকে উড্ডয়ন করা বিজি সিক্স ওয়ান সেভেন নং ফ্লাইটটি ৪২ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে।
শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত বিমানের সহকারী ব্যবস্থাপক ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, এর আগে ২-৩ বার আকাশে চক্কর দেয় ফ্লাইটটি। সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ঢাকা থেকে ৪২ যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় ড্যাশ এইট ক্যাটাগরির এই এয়ারক্রাফট। কিন্তু অবতরণের আগে বিকল হয়ে পড়ে ল্যান্ডিং গিয়ার। বিষয়টি জানানো হয় বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে। যে কোন দুর্ঘটনা রোধে নেয়া হয় প্রয়োজনীয় প্রস্তুতি। বিমানের যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।