১৯৬৯ সালে চাঁদের বুকে যে তিনজন নভোচারী পা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মাইকেল কলিন্স। অ্যাপোলো-১১-এর এই নভোচারী আর নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৮ এপ্রিল) তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৯০ বছর বয়সী কলিন্স বুধবার মারা গেছেন বলে বিবিসি জানিয়েছে। তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ক্যান্সারের কাছে হার মানতে হয়েছে তাকে।
কলিন্স মারা যাওয়ায় এখন চন্দ্র মিশনের সদস্য বাজ অলড্রিন কেবল বেঁচে আছেন। নীল আর্মস্ট্রং আগেই মারা গেছেন।