সর্ম্পক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের প্রকোপ আস্তে আস্তে কমতে শুরু করেছে স্পেনে। সেই কারণে লকডাউনের কড়াকাড়িও শিথিল হচ্ছে।
আর তাতেই শুরু হতে যাচ্ছে লা-লিগা। এই সপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত অনুশীলন করতে পারবেন স্প্যানিশ লা লিগা ও দ্বিতীয় বিভাগের ক্লাবের খেলোয়াড়রা। জুনে মাঠে গড়াবে লা-লিগা।
সোমবার (৪ মে) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে স্পেনের শীর্ষ পর্যায়ের দুটি বিভাগের খেলোয়াড়রা ব্যক্তিগত অনুশীলন করতে পারবে এই সপ্তাহ থেকেই। তবে অনুশীলন শুরু করার আগে তাদের নিজ নিজ ক্লাব কর্তপক্ষের কাছ থেকে করোনা টেস্ট করে আসতে হবে।
আর সেটা করার পর ব্যক্তিগত ও ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে পারবেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাসহ লা লিগা ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর খেলোয়াড়রা।
এ নিয়ে লা লিগা কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, ‘বিভিন্ন ধাপে সম্ভাব্য চার সপ্তাহের পরিকল্পনা নিয়ে আগাচ্ছি আমরা। তবে এই সময়ের মধ্যে পরিস্থিতি অবনতি হলে সরকারের যেকোনো সিদ্ধান্ত মেনে চলতে হবে। যেহেতু আমরা জুনে লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি, সেহেতু খেলোয়াড়রা তাদের নিজ নিজ ক্লাব থেকে করোনা টেস্ট করিয়ে অনুশীলনে নামতে পারবে। ব্যক্তিগত ও ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে পারবে। যাতে করে লিগ শুরুর আগে তারা নিজেদের প্রস্তুত করতে পারে।’
করোনাভাইরাসের কারণে মার্চে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় স্প্যানিশ লা লিগা।