অস্কার জয়ী আমেরিকান নির্মাতা, প্রযোজক, ইলাস্ট্রেটর ও অ্যানিমেটর জেন ডিচ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
তার চেক প্রকাশক পিটার হিমেল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের মধ্যে কোনো এক সময়ে প্রাগের নিজ অ্যাপার্টমেন্টে জেন ডিচের মৃত্যু হয়েছে। তার মৃত্যু বার্ধক্যজনিত কারণে হয়েছে কিনা তা জানানো হয়নি।
জেন ডিচ এর সিনেমা ‘মানরো’ ১৯৬০ সালে সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়েছিল। ১৯৬৪ সালে একই ক্যাটাগরিতে ‘নাডনিক’ এবং ‘হাউ টু অ্যাভয়েড ফ্রেন্ডশিপ’ ছবির জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি।
নিজেকে পর্দার পেছনেই রাখতে পছন্দ করতেন জেন ডিচ। তিনি ‘টম অ্যান্ড জেরি’র ১৩টি পর্ব নির্মাণ করেছিলেন। এছাড়াও ‘পপাই দ্য সেইলর’ সিরিজের বেশ কিছু পর্বও নির্মাণ করেছিলেন।
সূত্র:চ্যানেল আই