রেজাউল ইসলাম:
লিবারেল পার্টিঃ
১) পাঁচ বছর পর্যন্ত দৈনিক গড়পরতা ১০ ডলার ফি কর্তনের ব্যবস্থা করা
২) ২০২২ সালের শেষ নাগাদ গড়ে ৫০ শতাংশ ফি হ্রাস করা
৩)আদিবাসীদের জন্য আর্লি লার্নিং এবং চাইল্ড কেয়ারে ২.৫ বিলিয়ন ডলার বরাদ্দ করা
৪) ২৫০,০০০ চাইল্ড কেয়ারের জন্য জায়গা বরাদ্দ করা, অতিরিক্ত ৪০,০০০ আর্লি চাইল্ডহুড এডুকেটর নিয়োগ করা
কনজারভেটিভ পার্টিঃ
১) প্রতি শিশুর জন্য ৬০০০ ডলার পর্যন্ত ফেরতযোগ্য ট্যাক্স কেডিট প্রদান করা
২) নিন্ম আয়ের পরিবারের চাইন্ড কেয়ার ব্যয়ের ৭৫ শতাংশ কভার করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা
৩) সমুদয় অর্থ বছরের মধ্যেই পরিশোধ করা
নিউ ডেমোক্রেটিক পার্টিঃ
১) দৈনিক ১০ ডলার ন্যাশনাল,ইউনিভার্সাল চাইল্ড কেয়ার প্রগ্রামের ব্যবস্থা করা
২)চাইন্ড কেয়ারের জন্য আরো জায়গা তৈরির জন্য অর্থ বরাদ্দ করা
৩) চাইল্ড কেয়ার ওয়ার্কারদের জন্য ন্যায্য জীবযাত্রার উপযোগী মজুরি নিশ্চিত করা