একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যজন ড. ইনামুল হক চিরনিদ্রায় শায়িত হলেন। মঙ্গলবার (১২ অক্টোবর) বাদ জোহর নগরীর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
প্রিয় অগ্রজকে শেষ বিদায় জানাতে বনানী কবরস্থানে হাজির হয়েছিলেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, নির্মাতা বদরুল আনাম সৌদ, অভিনেতা সুজাত শিমুল, নাট্য নির্মাতা সাজিন আহমেদ বাবু প্রমুখ।
আহসান হাবীব নাসিম বলেন—‘আমাদের নাট্য জগতের যাত্রা যারা শুরু করেছিলেন তাদের অন্যতম ড. ইনামুল হক। তিনি একজন নিরহংকার মানুষ ছিলেন। মানুষকে আপন করে নিতেন। তিনি একাধারে শিক্ষক, সংগঠক, নাট্যজন। সারা জীবন থিয়েটার করে গেছেন। তাঁর প্রয়াণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল, জানি না এই ক্ষতি কীভাবে পূরণ করা সম্ভব। তাঁর উনার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’
নাট্য নির্মাতা বদরুল আনাম সৌদ বলেন, ‘স্যারের সঙ্গে আমার খুব কম কাজ হয়েছে। এতটুকু বলতে পারি স্যার একজন নিপাট ভদ্রলোক ও খুব বিনয়ী একজন মানুষ ছিলেন। স্যারের মতো ভালো ও প্রগতিশীল মানুষ খুব কম দেখেছি। আর অভিনেতা হিসেবে কেমন ছিলেন, তা তো নতুন করে বলার কিছু নেই। কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্র তাকে সম্মান দিয়েছে।’
মঙ্গলবার (১২ অক্টোবর) সর্বস্তরের শ্রদ্ধাজ্ঞাপনে বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় বরেণ্য অভিনেতা-নাট্যজন ড. ইনামুল হকের মরদেহ। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন—তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ, বরেণ্য অভিনেতা আবুল হায়াত প্রমুখ।
সোমবার (১১ অক্টোবর) অসুস্থ হয়ে পড়লে ড. ইনামুল হককে শান্তিনগর ইসলামী ব্যাংক হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনুমানিক বেলা ৩টার দিকে মারা গেছেন তিনি। ধারণা করা হচ্ছে—হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
ড. ইনামুল হকের জন্ম ফেনী জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে দেশে ফিরে আসেন। ১৯৬৫ সালে প্রভাষক হিসেবে বুয়েটের রসায়ন বিভাগে যোগ দেন। ১৯৭০, ১৯৭৯, ১৯৮৭ সালে যথাক্রমে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে জনগণকে উদ্ধুদ্ধ করার প্রয়াসে বিভিন্ন আন্দোলনমুখী নাটকে অংশগ্রহণ করেন। নাট্যচর্চাকে হাতিয়ার করে ১৯৭০ সালে আইয়ুব খানের রক্তচক্ষু উপেক্ষা করে তৎকালীন অসহযোগ আন্দোলনে অংশ নেন তিনি।
নটরডেম কলেজে পড়াশোনাকালীন প্রথম মঞ্চ নাটকে অভিনয় করেন ড. ইনামুল হক। ‘ভাড়াটে চাই’ শিরোনামের এ নাটক নির্দেশনা দেন ফাদার গাঙ্গুলী। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ‘নাগরিক নাট্যসম্প্রদায়’-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। দলটির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। এই দলের হয়ে প্রথম মঞ্চে অভিনয় করেন আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’ নাটকে।