পাকিস্তানের জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী দেশটির স্বাস্থ্যমন্ত্রী সোমবার ইসলামাবাদে চীনের পাঠানো করোনা টিকার প্রথম চালান পৌঁছানোর কথা নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয় চীনের কোম্পানি সিনোফার্মের উদ্ভাবিত করোনা টিকার প্রথম চালান সোমবার পাকিস্তানে পৌঁছেছে। সাথে বেইজিংয়ের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া পাঁচ লাখ ডোজও রয়েছে। উল্লেখ্য, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল সিনোফার্ম করোনার একটি টিকা উদ্ভাবন করেছে। পাশাপাশি আরেক চীনা কোম্পানি সিনোভ্যাকও একটি টিকা তৈরি করেছে।
পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ডা. ফয়সাল সুলতান বলেন, চীনের দেওয়া টিকার প্রথম চালান নিয়ে সোমবার সকালে পাকিস্তানের সামরিক বাহিনীর উড়োজাহাজ ইসলামাবাদে একটি বিমানঘাঁটিতে অবতরণ করে এবং ডা. ফয়সাল সুলতান চীনের প্রতি কৃতজ্ঞতা জানান।
পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত নং রং এর উপস্থিতিতে ইসলামাবাদের নুর খান সামরিক ঘাঁটিতে টিকা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, চীন আবারও পাকিস্তানের সঙ্গে তাদের বন্ধুত্বের প্রদর্শন করলো এবং এই টিকার প্রথম চালান ইসলামাবাদে পৌঁছানো পাকিস্তান-চীন বন্ধুত্বের ‘দৃশ্যমান প্রমাণ’।
ভালো খবর