সর্ম্পক ডেস্ক: উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ‘মৌখিক বার্তা’ পাঠিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে। শুক্রবার দেশটির বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি অবশ্য ‘মৌখিক বার্তা’র কোনো ব্যাখ্যা দেয়নি। কিম জং উন চীনা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলেছেন কিনা তাও স্পষ্ট নয়।
কেসিএনএ জানিয়েছে, বার্তাটি ছিল ‘করোনাভাইরাস প্রতিরোধে সাফল্য লিখছে সেই বিষয়ের সংশ্লিষ্ট।’ এতে প্রেসিডেন্ট জিনপিংকে উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন উন।
১৫ এপ্রিল উত্তর কোরিয়ার শীর্ষনেতা জনসম্মুখে না আসায় তার গুরুতর অসুস্থতার গুজব ওঠে। এমনকি বেশ কয়েকটি সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবরও প্রকাশিত হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে ২ মে জনসম্মুখে হাজির হন উন। তবে নেট দুনিয়ায় উনকে নিয়ে নতুন আরেক গুজব ছড়ায় গত সপ্তাহে।