চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থামাতে সাহায্য করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বৃহস্পতিবার বেইজিং সফররত ম্যাক্রন এ আহ্বান জানিয়েছেন।
শিকে ম্যাক্রন বলেছেন, ‘আমি জানি রাশিয়ার বোধ আনতে এবং সবাইকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে আপনার উপর আমি নির্ভর করতে পারি।’
তিনি বলেন, যতদিন ইউক্রেন দখলে থাকবে ততদিন ‘আমরা একটি নিরাপদ ও স্থিতিশীল ইউরোপ পেতে পারি না।’ এটি ‘অগ্রহণযোগ্য’ যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একজন সদস্য সংস্থার সনদ লঙ্ঘন করছে।
এর জবাবে শি বলেন, বিশ্ব শান্তি রক্ষায় চীন ও ফ্রান্সের ‘সামর্থ্য ও দায়িত্ব’ রয়েছে।
তিনি বলেন, ‘চীন শান্তি আলোচনার পক্ষে এবং একটি রাজনৈতিক সমাধান চায়’। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ‘যৌক্তিকভাবে সংযত’ আচরণ করার আহ্বানও জানান শি।
চীনা প্রেসিডেন্ট জানান, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে কোনও ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত নয়।