চীনের উত্তরাঞ্চলে হঠাৎ করে সংক্রমণ দেখা দেয়া বিউবনিক প্লেগে এই মুহূর্তে উচ্চ ঝুঁকি নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেখানে অসুখটিকে ‘ভালোভাবে নিয়ন্ত্রণ’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা।
গত শনিবার চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বায়ান্নুর শহরের একটি হাসপাতালে বিউবনিক প্লেগ রোগী শনাক্তের পরের দিনই জরুরি সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। গত নভেম্বরেই সেখানে চারজন প্লেগে আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে দুইজন আক্রান্ত হয়েছিলেন ভয়াবহ নিউমোনিক প্লেগে।
মঙ্গলবার জেনেভায় ডব্লিউএইচও’র মুখপাত্র মার্গারেট হ্যারিস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা চীনের সংক্রমণ পর্যবেক্ষণ করছি। আমরা চীন ও মঙ্গোলীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে বিষয়টিতে খুব কাছ থেকে নজর রাখছি।’
তিনি বলেন, ‘আমরা চীনে (প্লেগ) আক্রান্তের সংখ্যা দেখছি। এটা খুব ভালোভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা বলেন, ‘বিউবনিক প্লেগ আমাদের সঙ্গেই আছে, শত শত বছর ধরে আছে। এই মুহূর্তে এটিকে আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মনে করছি না।’
মধ্যযুগে বিউবনিক প্লেগকে ‘ব্ল্যাক ডেথ’ বা ‘কালো মৃত্যু’ বলা হতো। এটি অত্যন্ত সংক্রামক রোগ এবং মাঝেমধ্যে প্রাণঘাতীও। মূলত ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায় এই অসুখ।
প্লেগের চিকিৎসা সম্ভব এবং এটি চীনে বেশ বিরল হলেও ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অন্তত পাঁচজন সেখানে এই অসুখে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।
সূত্র: জাগো নিউজ