চীনের ১১টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ করেছে। রোববার (১৪ আগস্ট) চীনা সামরিক বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বেইজিং চীনা-দাবীকৃত দ্বীপের কাছাকাছি সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও গত সপ্তাহের তুলনায় এবারের তৎপরতা বেশ ছোট পরিসরেই হয়েছে।
এর আগে, গত মে মাসে তাইওয়ানের আকাশে চীনের ৩০টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। তাইওয়ানের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের এসব যুদ্ধবিমানকে সতর্ক করতে তারাও যুদ্ধবিমান মোতায়েন করেছে।
চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশকে বেইজিংয়ের পক্ষ থেকে সামরিক মহড়ার অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে। কিন্তু চীনের এমন কর্মকাণ্ডে তাইওয়ানে ক্ষোভ বাড়ছেই।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে নতুন করে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা শুরু হয়। চলতি বছর বেশ কয়েকবার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশে করে।