গত ২৪ ঘণ্টায় চীনে প্রায় পাঁচ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সাংহাইয়ের এক নার্স শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে গেলে কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি। এ ঘটনায় চীনা কর্তৃপক্ষের করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার চিত্রটি প্রকাশ্যে এসেছে দাবি করে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের দাবি, কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে করোনায় মৃতের সংখ্যা বাড়বে।
শুক্রবার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৯৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর বাইরে লক্ষণবিহীন অনেকেই আক্রান্ত হয়েছেন এবং এই সংখ্যা বাড়তে শুরু করেছে। চীনা কর্তৃপক্ষ এই লক্ষণবিহীন আক্রান্তদের জন্য পৃথক তালিকা সংরক্ষণ করে।
করোনায় আক্রান্তদের একটি বড় অংশ সাংহাইয়ের। শুক্রবার এখানে এক হাজার ৬০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া লক্ষণবিহীন আক্রান্তের সংখ্যা এক হাজার ৫০০ এর বেশি। এর আগের দিন এই সংখ্যা ছিল ৯৭৯। পুরো নগরীতে লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নগরীর অনেক বাসিন্দা অভিযোগ করেছেন, তারা তাজা খাবার ও অন্যান্য সামগ্রী পাচ্ছেন না।