চীনে ১৩ থেকে ১৯ জানুয়ারির মধ্যে এক সপ্তাহে হাসপাতালে প্রায় ১৩ হাজার করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে। শনিবার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য জানিয়েছে।
এর আগে শুক্রবার চীনের একজন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছিলেন, জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ইতিমধ্যে ভাইরাসে সংক্রামিত হয়েছে। এর এক সপ্তাহ আগে চীন বলেছিল, ১২ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে করোনায় প্রায় ৬০ হাজার মানুষ মারা গেছে।
সিডিসি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া ৬৮১ রোগী করোনাভাইরাসের সংক্রমণে শ্বাসকষ্টের কারণে মারা গেছেন এবং ১১ হাজার ৯৭৭ জন এই সময়ের মধ্যে সংক্রমণের সাথে সংশ্লিষ্ট অন্যান্য রোগে মারা গেছেন।
পরিসংখ্যানে যারা বাড়িতে ভাইরাসে সংক্রমণে মারা গেছেন তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।
সংক্রমণ বিষয়ে পূর্বাভাস দেওয়া স্বাধীন সংস্থা এয়ারফিনিটি জানিয়েছে, চন্দ্র নববর্ষের ছুটিতে চীনে দৈনিক কোভিড মৃত্যু প্রায় ৩৬ হাজারে উঠবে। ডিসেম্বরে চীন শূন্য-কোভিড নীতি ত্যাগ করার পর থেকে করোনায় ছয় লাখের বেশি লোক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।