চীনের শহর চোংকিংয়ের একটি খনিতে আটকা পড়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এই সব তথ্য জানিয়েছে।
গত দুই মাসের মধ্যে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরটিতে এই নিয়ে দুইবার খনি দুর্ঘটনা ঘটলো।
সিনহুয়া জানিয়েছে, ভূ-গর্ভস্থ যন্ত্রপাতি ভেঙ্গে পড়ায় দিয়াশিউডং কয়লা খনিটি দুই মাস বন্ধ ছিল। শুক্রবার অতিরিক্ত কার্বন ভোর টার দিকে কার্বন মনোঅক্সাইডের চাপের কারণে ভূগর্ভে ২৪ জন শ্রমিক আটকা পড়ে। এদের মধ্যে এক জনকে উদ্ধার করা সম্ভব হয়।
বিশ্বের প্রাণঘাতি খনিগুলোর অন্যতম চীনের প্রাকৃতিক সম্পদের বিভিন্ন খনি। গত সেপ্টেম্বরে এই চোংকিংয়ের সোংঝু খনিতে কার্বন মনোঅক্সাইডের উচ্চমাত্রার কারণে আটকা পড়ে ১৬ শ্রমিকের মৃত্যু হয়।