দক্ষিণ-পশ্চিম চীনে দুটি ভূমিকম্পে অন্তত একজন নিহত ও ছয় জন আহত হয়েছে। বুধবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এমন তথ্য জানিয়েছে।
সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর তিন মিনিট পর ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটি এক সেকেন্ড স্থায়ী হয়েছিল। এতে এক জন নিহত ও ছয় জন আহত হয়। উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষ শতাধিক কর্মীকে পাঠিয়েছে।
চীনা ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৭ কিলোমিটার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯।