যান্ত্রিক ত্রুটি নয়, ইচ্ছা করেই চীনের যাত্রীবাহী বিমানকে দুর্ঘটনায় ফেলা হয়েছিল। উদ্ধার হওয়া বিমানের ব্ল্যাক বক্স তেমনই ইঙ্গিত দিচ্ছে বলে দাবি করেছে তদন্তকারীদল।
গত মার্চে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি কুনমিং থেকে গুয়াংঝৌ যাচ্ছিল। বিমানে ১৩২ জন যাত্রী ছিলেন। ২৯ হাজার ফুট উচ্চতা থেকে গুয়াংশির পার্বত্য এলাকায় ভেঙে পড়ে। ফ্লাইটরাডার ২৪–এর তথ্য বলছে, ভেঙে পড়ার সময় বিমানে গতি ছিলো ঘণ্টায় ১১০০ কিলোমিটার। দুর্ঘটনায় বিমানের সব যাত্রী নিহত হয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। কিন্তু তদন্তকারীরা ব্ল্যাক বক্স খতিয়ে দেখার পর দাবি করেন, কেউ ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা ঘটিয়েছে। দুর্ঘটনার দিন পাইলটদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এয়ার ট্রাফিক কন্ট্রোল। কিন্তু কোনোভাবেই সাড়া পাওয়া যায়নি। বিমান থেকেও কোনো বিপদ সংকেত পাঠানো হয়নি।
তদন্তকারীরা বলছেন, ককপিট কারও দখলে চলে গিয়েছিল। বিমান সংস্থা চায়না ইস্টার্ন জানিয়েছে, পাইলট এবং সহকারী পাইলট দুজনেই সুস্থ ছিলেন। তাদের পারিবারিক বা আর্থিক কোনো সমস্যা ছিল না।
উল্লেখ্য, গত ২১ মার্চ চীনের গুয়াংঝু প্রদেশের একটি পাহাড়ে বোয়িং ৭৩৭-৮০০ প্লেনটি বিধ্বস্ত হয়। এতে ১২৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু সদস্য ছিলেন। ২৮ বছরের মধ্যে এটি ছিলো চীনের সবচেয়ে মারাত্মক প্লেন দুর্ঘটনা।