মহামারি করোনার উৎপত্তিস্থল চীনে সংক্রমণ থেমে নেই। দেশটির পর্যটন অঞ্চল হাইনানে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে রোববার জানিয়েছে কর্তৃপক্ষ।
ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় আক্রান্তদের মাঝে পাঁচ জন স্থানীয়ভাবে এবং ১৯ জন বাইরে থেকে আসা ব্যক্তিদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন।
এর আগে শনিবার চীনা কর্তৃপক্ষ ১১ জন আক্রান্তের খবর জানিয়েছিল।
নতুন করে যাদের করোনা শনাক্ত হয়েছে এর সবাই উপসর্গবিহীন ছিলেন। চীন অবশ্য উপসর্গবিহীন আক্রান্তদের করোনায় নিশ্চিত আক্রান্ত বলে গণ্য করে না।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার পর্যন্ত চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৮৬ হাজার ৭২৫ জন এবং মৃতের সংখ্যা ছিল চার হাজার ৬৩৪ জন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনার সংক্রমণ শুরু হয়। এখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী ভাইরাসটি। দেশটির দূর পশ্চিমের প্রদেশ শিনজিয়াংয়ে মধ্য জুলাই থেকে আগস্টে সংক্রমণ বাড়তে শুরু করে। অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আরেক দফা সংক্রমণ শুরু হয়।