মহামারি করোনাভাইরাসের আরো ৩ লাখ ডোজ টিকা ও মেডিক্যাল সরঞ্জামাদি নিয়ে চীন থেকে ফিরেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান।
রোববার (২৯ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের ৩ লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জামাদি নিয়ে আজ চীন থেকে ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে অবতরণ করেছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে চীনের পিপল্স লিবারেশন আর্মির সামরিক কাজে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ শুভেচ্ছা হিসেবে প্রদানকৃত করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের ৩ লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জামাদি চীন থেকে নিয়ে দেশে ফেরার মাধ্যমে এই ফেরি মিশন সম্পন্ন করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর উক্ত পরিবহন বিমানটি চীন থেকে করোনাভাইরাসের টিকা সংগ্রহের লক্ষ্যে গতকাল শনিবার (২৮ আগস্ট) ১৩ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। উইং কমান্ডার মো. হাবিবুর রহমান, জিডি(পি) উক্ত সি-১৩০জে পরিবহন বিমানের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
সবশেষে মিডিয়া ব্রিফ করেন ডাইরেক্টর জেনারেল মেডিক্যাল সার্ভিসেস মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান।