দক্ষিণ চীন সাগরে টাইফুনের সময় জাহাজ ভেঙে দুই টুকরা হয়েছে। এ সময় জাহাজের ২৪ জনেরও বেশি ক্রু নিখোঁজ হয়েছে। এখনও পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি বলে শনিবার কর্মকর্তারা জানিয়েছেন।
উদ্ধারকাজে সহায়তার জন্য বিমান ও হেলিকপ্টার পাঠিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বিকাল ৫ টা ৩০ মিনিটে ৩০ জন ক্রু এর মধ্যে অন্তত তিনজনকে নিরাপদে আনা হয়েছে।
হংকং গভর্নমেন্ট ফ্লাইং সার্ভিসের প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, বড় বড় ঢেউ ডুবন্ত জাহাজটির ওপর আছড়ে পড়ছে এবং এক জন ক্রুকে উদ্ধারকারী হেলিকপ্টারে নিয়ে যাওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি হংকং থেকে ২৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। এটি পর্যাপ্ত ক্ষতির সম্মুখীন হয়েছে এবং দুই টুকরো হয়ে গেছে। ৩০ জন ক্রু জাহাজটি ছেড়ে চলে গিয়েছিল।
ফ্লাইং সার্ভিস জাহাজটির নাম বা এটি কোন দেশের তা জানায়নি।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, জাহাজের উদ্ধার হওয়া তিন ক্রু জানিয়েছেন, উদ্ধারকারী প্রথম হেলিকপ্টারটি আসার আগেই অন্য ক্রুরা ঢেউয়ের কবলে পড়ে থাকতে পারে।