সম্পর্ক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন করে আরো ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬১ জনে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষায় জেলার চার উপজেলায় নতুন করে এই ১৭ জন শনাক্ত হয়। যারা শনাক্ত হয়েছেন তাদেরকে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করতে বলা হয়েছে। সেই সঙ্গে শনাক্ত হওয়া ব্যাক্তিদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এ পর্যন্ত এ জেলায় আক্রান্ত ১৬১ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ জন। মারা গেছেন ২ জন।
এছাড়া, এ জেলায় একসঙ্গে ১৭ জন শনাক্ত হওয়ায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন বিষয়টি গুরুত্ত্বের সঙ্গে দেখছেন।