বুধরাব রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল এফসি পোর্তো ও জুভেন্টাস। জুভেন্টাসের ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে পর্তুগালের ক্লাব পোর্তো। চ্যাম্পিয়নস লিগের পোর্তোর কাছে এটাই প্রথম হার জুভেন্টাসের।
এমন জয়ে পোর্তোর হয়ে গোল দুটি করেছেন মেহদি তারেমি ও মুসা মারেগা। জুভেন্টাসের হয়ে একটি গোল শোধ দেন ফেদেরিকো কিয়েজা। তার গোলটি স্বস্তি দিচ্ছে তুরিনের ওল্ড লেডিদের। ৯ মার্চ ফিরতি লেগে তার গোলটিই হয়ে উঠতে পারে ট্রাম্প কার্ড।
ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় পোর্তো। জুভেন্টাস কিছু বুঝে ওঠার আগেই তারেমি গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পর্তুগালের ক্লাবটি।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় পোর্তো। ম্যাচ শুরুর ১৬ সেকেন্ডের মাথায় গোল করেন মারেগা। ম্যাচ শেষ হওয়ার ৮ মিনিট আগে জুভেন্টাসের কিয়েজা গোল করে ব্যবধান কমান। কিন্তু সেটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
শেষ পর্যন্ত শক্তিশালী জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে ২০০৪ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ী পোর্তো।