নরেশ মধু
ছায়া বৃত্ত পেছনে
হেটে হেটে যতদুর
মৃত্যু দুয়ার সামনে
হাতছানি দিয়ে ডাকে
অবিরল রাতের অাঁধারে
ডেকে চলে হুতুম পেঁচা
কচ্ছপ পায়ে হেটে যাওয়া
অশরিরী প্রেতআত্মা
আমার সামনে পেছনে
তাড়া করে ফেরে
আমি ক্লান্ত পথিক
অবসন্ন দেহ কোথায় দাড়াই দন্ড দুই
ছায়া রুপী কায়া
আমাকে সঙ্গী করে নিয়ে যেতে চায় অজানার পথে।।