চট্টগ্রামের পটিয়া উপজেলায় সন্তানের বন্দুকের গুলিতে খুন হয়েছেন জাতীয় পার্টির প্রয়াত নেতা ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার (৫০)।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে মাঈনুল ইসলাম তার মা জেসমিন আক্তারকে পিস্তল দিয়ে গুলি করেন। এতে ঘটনাস্থলেই জেসমিন আক্তারের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশের সুরাতাহাল প্রতিবেদন তৈরি করছে।