বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শনিবার টেলিভিশন, রেডিও ও ডিজিটাল মাধ্যমে সরাসরি প্রচারিত জনগণের প্রশ্নোত্তর পর্বে তিনি এ আহ্বান জানিয়েছেন।
দুর্নীতির বিরুদ্ধে লড়াইরত ইমরান খানের সরকারের পতন ঘটাতে বিরোধী দলগুলো ৩ এপ্রিল পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে। পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই এ পর্যন্ত ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে পারেনি। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, তার সরকার আর্থিক অব্যবস্থাপনা ও ভুল বৈদেশিক নীতি অবলম্বন করেছে।
শনিবার ইমরান খান বলেছেন, ‘আমি তাদের মোকাবিলার পরিকল্পনা করছি। ইনশাআল্লাহ, আগামীকাল আমি কীভাবে তাদের মোকাবিলা করব তা আপনারা দেখতে পাবেন। আমি চাই আমার জনগণ সজাগ থাকুক, বেঁচে থাকুক। যদি অন্য কোনো দেশে এ ধরনের ঘটনা ঘটতো তাহলে সেখানে মানুষ রাস্তায় নেমে আসতো।’
তিনি বলেন, ‘আমি আপনাদের সবাই আজ ও আগামীকাল রাজপথে নামার আহ্বান জানাচ্ছি। আপনাদের বিবেকের জন্য, এই জাতির স্বার্থে তা করা উচিত। কোনো পক্ষই যেন আপনাদের ঠেকাতে না পারে। আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনার রাজপথে নামা উচিত। আপনার সবাইকে বেরিয়ে এসে দেখাতে হবে যে, আপনার সজাগ আছে।’
রোববার পার্লামেন্টের অনাস্থা ভোটে বিরোধীদের পরাজিত করবেন দাবি করে ইমরান খান বলেন, ‘আগামীকালের জন্য আমার পরিকল্পনা রয়েছে, এ নিয়ে আপনাদের চিন্তিত হওয়া উচিত নয়। আমি তাদেরকে দেখাব এবং তাদেরকে পার্লামেন্টে পরাজিত করব।’