সম্পর্ক ডেস্ক:- জসিম মল্লিক জীবনের শুরুটা সাংবাদিকতা দিয়ে শুরু হলেও তিনি সবার কাছে একজন জনপ্রিয় লেখক হিসেবেই বেশি পরিচিত।জসিম মল্লিক এর জন্ম ১৯৬২ সালে বরিশাল শহরে।সম্পর্ক পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
জীবনের বিচিত্র অভিজ্ঞতা নিয়ে তিনি লিখছেন অনেক গল্প, উপন্যাস, নিবন্ধ এবং স্মৃতিকথা।সহজ সরল ভাষা ও ভঙ্গিমায় লেখেন যা সহজেই পাঠককে নাড়া দেয়।তাঁর প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে আলোর গভীরে, নীল জলে তরঙ্গ, নক্ষত্রের গান, ভালবাসার দিনগুলি, তোমার কাছে যাব, তোমার জন্য আমি, জীবন বারে বারে আসে, টানাপেড়েন, হাডসন থেকে টেমস, কোন কথা ছিল না, হৃদয় যতদূর, একজন মাধবী, নক্ষত্রের আগুন ভরা রাতে, পৃথিবীর মানুষের ভীড়, আটলান্টিক পাড়ের উপাখ্যান,সে আর ফের না,থোকায় থোকায় জোনাক জ্বলে প্রভৃতি।তার গ্রন্থ সংখ্যা প্রায় তিরিশটি।বর্তমানে কানাডার টরন্টোতে স্থায়ীভাবে বসবাস করছেন।