সম্পর্ক ডেস্ক:-প্রায় ৫৪লাখমানুষকে কানাডীয় সরকার জরুরী সাহায্য দিয়েছে। এই হিসাব সোমবার সকাল পর্যন্ত। কানাডা ইমার্জেন্সী রেসপন্স বেনিফিটের আওতায় এই অর্ধকোটিরও বেশী মানুষ এই সহায়তা পেতে যাচ্ছে। গত ১৫মার্চ বা তারপর করোনা ভাইরাসের কারনে যেসব
নিম্ন আয়ের মানুষ কাজ হারিয়েছেন, তারা এই কর্মসুচীর আওতায় জনপ্রতি মাসিক দুহাজার কানাডীয় ডলার সহায়তা পেতে শুরু করেছেন।
এপ্রিল থেকে চার মাস তারা এ সহায়তা পাবেন। কানাডিয়ান প্রেসের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে। কানাডায় করোনা ভাইরাস সংক্রমন শুরু হলে তা রোধ করতে প্রাদেশিক ও ফেডারেল সরকার নানা ধরনের উদ্যোগ নেয়। বন্ধ হয়ে যায় জরুরী নয় এমন সব সেবা ও ব্যবসা। বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ। তখন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিভিন্ন ধরনের সাহায্য প্যাকেজ ঘোষনা করে দেশের বিভিন্ন স্তরের নাগরিকদের জন্য।
এরমধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে কানাডা ইমার্জেন্সী রেসপন্স বেনিফিট নামের জরুরী সহায়তা।এই সহায়তার অর্থ বেকার নাগরিকদেও সরাসরি পকেটে যাচ্ছে। তবে এই সহায়তা করমুক্ত নয়। উল্লেখ করা যেতে পারে কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হলেও জনসংখ্যা সাড়ে তিন কোটির কিছু বেশী। সে হিসেবে দেশের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ এই সহায়তা পাচ্ছে।