এক নয় দুই নয় টানা ১ বছরেরও বেশি সময় পর জনতার সম্মুখে আসলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের স্ত্রী। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কেসিএনএ এই সব তথ্য জানিয়েছে।
সেই সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার ছিল উনের বাবা কিম জং ইলের জন্মবার্ষিকী। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির ছিলেন রি সোল-জু।
রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে প্রায়ই উনকে সঙ্গ দিতো রি সোল। তবে গত বছরের জানুয়ারি থেকে তাকে আর দেখা যায়নি। তার এই অনুপস্থিতে অনেকের মনে অনেক ধরণের প্রশ্ন দেখা দিয়েছিলো। ধারণা করা হচ্ছিল, উনের স্ত্রী হয় অসুস্থ নতুবা সন্তানসম্ভবা।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টিলিজেন্স সার্ভিস সোমবার কংগ্রেস সদস্যদের জানিয়েছে, করোনাভাইরাসের কারনে জনসম্মুখে আসা বন্ধ করেছিলেন রি সোল। সম্ভবত তিনি সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন।
উত্তর কোরিয়া অবশ্য দাবি করে আসছে, দেশটিতে করোনার কোনো সংক্রমণ নেই। তবে বিশেষজ্ঞরা এটি মানতে নারাজ।