কপ২৬ সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের খসড়া প্রকাশ করেছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সংস্থা।
বুধবার প্রকাশিত সাত পৃষ্ঠার এই খসড়ায় আগামী বছরের মধ্যে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের মাত্রা কমিয়ে আনার লক্ষ্যমাত্রা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ ২৬ সম্মেলন শুক্রবার শেষ হবে। এর আগেই খসড়া প্রস্তাবের ওপর আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হবে।
খসড়া প্রকাশের আগের দিন মঙ্গলবার সম্মেলনের সভাপতি অলোক শর্মা জানিয়েছিলেন, বৈশ্বিক উষ্ণতার হুমকি মোকাবিলায় কার্যকর চুক্তিতে পৌঁছতে আলোচকদের সমস্যার‘পর্বতে আরোহন’ করতে হবে।
প্রকাশিত খসড়ায়, সদস্য দেশগুলোকে প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্য রেখে ২০৩০ সালের লক্ষ্যমাত্রাগুলোকে জাতীয়ভাবে পুনর্বিবেচনা ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। দেশগুলোকে কয়লা, তেল ও গ্যাসে ভর্তুকি বাতিলের আহ্বান জানানো হয়েছে। তবে এসব ভর্তুকি বন্ধের তারিখ নির্ধারণ করা হয়নি।
প্রসঙ্গত, ২০১৫ সালের প্যারিস চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার ব্যাপারে সম্মত হয়েছিল। তবে এখনও পর্যন্ত সেই চুক্তি বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
পরিবেশবাদী গ্রুপ গ্রিনপিস এই খসড়ার সমালোচনা করে বলেছে, ‘এই খসড়া জলবায়ু সংকট সমাধানের পরিকল্পনা নয়, এটি একটি চুক্তি যাতে আমরা সবাই আঙুলের ফাঁক দিয়ে বের হয়ে যাব এবং সেরাটির জন্য আশা করব। এটি একটি নম্র অনুরোধ যেখানে সম্ভবত পরের বছর দেশগুলোকে আরও কিছু করার জন্য বলা হবে।’