জামিল বিন খলিল
আজকে এসো ঘরে থাকি, বাইরে যাওয়া নয়
ঘরে থাকার অস্ত্রে জিতি কঠিন দুঃসময়।
আজকে এসো ঘরে ঘরে রাঙিয়ে তুলি ক্ষণ
ভালবাসায় জড়িয়ে রাখি যতো আপনজন।
আজকে এসো মুক্ত আলোয় জীবনটাকে মাখি
দূরে যাওয়া বন্ধু সবে মন বাড়িয়ে ডাকি।
আজকে এসো এই আঁধারে নির্ভয়ে সব লড়ি
বুকের ভেতর সাহসটাকে শক্ত করে ধরি।
আজকে এসো উৎকণ্ঠাদের পায়ে শিকল বাঁধি
বিশ্বাসে আর প্রত্যয়ে আজ সকল সুর সাধি।
আজকে এসো দু:খী জনের কাঁধে রাখি হাত,
একসাথে সব পাড়ি দিই নিকষ আঁধার রাত।
আজকে এসো খোলস ছেড়ে মুখোশ ফেলে দূরে
মন-গহীনের আমিটাকে জাগাই নতুন সুরে।
আজকে এসো প্রাণ গভীরে জ্যোৎস্না আলো মাখি
শুভ্র আলোর জলরঙে আজ এই পৃথিবী আঁকি।
আজকে এসো দ্বন্দ্ব ভুলে একপথে সব চলি-
নিত্য রচি বেঁচে থাকার শুদ্ধ পদাবলী।