নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনার তুলসীপুরস্থ জলাশয়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। শেখেরচর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু হলো, শিবপুর উপজেলার ভিটিপাড়া গ্রামের আবুল কালামের ছেলে ইউসুফ (১১) ও সদর উপজেলার মধ্যশীলমান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাহাদৎ (১১)। তারা নানা বাড়িতে বেড়াতে এসেছিলো।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে স্থানীয় দুই শিশু ইউনুছ ও সোহান নানার বাড়িতে বেড়াতে আসা ইউসুফ ও শাহাদৎকে নিয়ে জলাশয়ের পানিতে গোসল করতে নামে। তখন ইউনুছ ও সোহান ওঠে আসতে পারলেও ইউসুফ ও শাহাদৎ তলিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।