মার্কিন ড্রোন হামলায় নিহত আল-কায়েদা নেতা আয়মান জাওয়াহিরির আফগানিস্তানে অবস্থান সম্পর্কে কিছুই জানতো না তালেবান। বৃহস্পতিবার তালেবান সরকার এ দাবি করেছে।
আনুষ্ঠানিক বিবৃতিতে তালেবান বলেছে, ‘এ ঘটনায় আফগানিস্তান ইসলামিক আমিরাতের নেতৃত্ব গোয়েন্দা সংস্থাগুলোকে বিশদ ও গুরুতর তদন্তের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়ে জাওয়াহিরিকে হত্যার খবর জানায় যুক্তরাষ্ট্র। সংগঠনটির প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ২০১১ সালে নিহত হওয়ার পর আল কায়েদার জন্য এটি অনেক বড় একটি ধাক্কা। আফগানিস্তানের মাটিকে সন্ত্রাসীদের উর্বরক্ষেত্র হতে দেওয়া হবে না বলে তালেবান যে প্রতিশ্রুতি দিয়েছিল জাওয়াহিরিকে দেশটিতে পাওয়ার পর সেই প্রতিশ্রুতি নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবারের দেওয়া বিবৃতিতে তালেবান বলেছে, আফগানিস্তানের ভূমিকে কোনো দেশের জন্য হুমকি হতে দেওয়া হবে না।