গাজা ইস্যুতে জাতিসংঘের সদস্য দেশগুলোর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেবরিয়াসাস। শুক্রবার তিনি সাধারণ পরিষদে দেওয়া ভাষণে গাজার সঙ্কটকে ‘জাতিসংঘ ও এর সদস্য দেশগুলোর জন্য অ্যাসিড টেস্ট’ বলে উল্লেখ করেছেন।
আধানম বলেছেন, ‘এই সংস্থাটি আমাদের বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। আপনি যদি জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে এই রক্তপাত বন্ধ না করেন বা করতে না পারেন, তাহলে আমাদের অবশ্যই প্রশ্ন করতে হবে, জাতিসংঘ কীসের জন্য?’
গাজা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, ‘প্রস্তাব যথেষ্ট নয়। আপনাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং আপনাকে এখনই পদক্ষেপ নিতে হবে।’
প্রসঙ্গত, ৭ অক্টোবর ইসরায়েলের হামলার পর গাজায় ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের মহাসচিব একাধিকার যুদ্ধবিরতির আহ্বান জানালেও তাতে কর্ণপাত করছে না ইসরায়েল এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা।